সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে থাকা শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গুরুতর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বিদেশি দাতারাও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।’
হাসপাতাল পরিদর্শনকালে আরও ছিলেন– আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢামেকের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।