২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতির ৮৯ দশমিক ০৮ শতাংশ।
শুক্রবার (২ মে) গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বি ইউনিটে মোট ৮১৫ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে ৭২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৮৯ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির মোট ৮৯ দশমিক ০৮ শতাংশ।
পরীক্ষা চলাকালে জিডিইউ’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ (শুক্রবার) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।’