স্কুল ১৯ দিন, কলেজ ১৪ দিন টানা ছুটি

২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৯ দিন টানা ছুটি থাকবে। আর মাধ্যমিকে ছুটি থাকবে টানা ১৪ দিন।

২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি থাকবে ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত। 

অন্যদিকে, ২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী কলেজে ঈদুল আজহার ছুটি ৩ জুন (মঙ্গলবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) মোট ১২ দিন। এরপর ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) সাপ্তাহিক ছুটি দুই দিন। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোট ছুটি টানা ১৪ দিন।

এদিকে, গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের টানা ছুটির কারণে সাপ্তাহিক ছুটির দুই দিন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন ছুটি সরকারের নির্বাহী আদেশ। তাই দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটি ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস খোলা থাকবে।