কলিম শরাফী পদক পাচ্ছেন পাপিয়া

বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফী স্মরণে সম্মাননা চালু হচ্ছে করছে সংস্থাটি।কলিম শরাফী পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার
চলতি বছর আয়োজনের প্রথম পদক পাচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার।
আগামী ৪ মে থেকে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘২৭তম রবীন্দ্রসংগীত উৎসব’র তৃতীয় দিন এ পদক প্রদান করা হবে। উৎসবটি চলবে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের প্রধান মিলনায়তনে।
উৎসব সম্পর্কে সংস্থাটির সভাপাতি রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদ বলেন, ‘এটা আমাদের নিয়মিত আয়োজন। এবারও দুজনকে সম্মাননা জানানো হবে। তবে বিশেষ বিষয়টি হচ্ছে, আমরা প্রয়াত কলিম শরাফীর স্মৃতি সম্মানে পদক প্রদান চালু করছি। আর উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের শিল্পীরা অংশ নেবেন।’
জানা যায়, এবার অন্য দুটি পদক পাচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী হামিদা হক ও অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উৎসবে থাকছে ১২০টি একক রবীন্দ্রসংগীত পরিবেশনা। পাশাপাশি থাকবে সম্মেলক সংগীত। এছাড়াও এতে নৃত্যনন্দনের ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্য, আবৃত্তি আয়োজনও থাকছে।
৪ মে থেকে ৮ মে পর্যন্ত চলা এ আয়োজনে বুধ, বৃহস্পতি, রবিবার সন্ধ্যা ৬টা আর শুক্র, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

/এম/