শুক্রবার (১৩ মে) ছিল জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এর ২ বছর পূর্তি উৎসব। বেলা ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত নিজস্ব অফিস ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত তারকা অতিথিরা আড্ডায় মেতেছিলেন সারাক্ষণ। দেখা মিলেছে ‘সেলফি’ উন্মাদনাও। ছবিগুলো ফ্রেমবন্দী করেছেন সাজ্জাদ হোসেন। সেলফি তুলছেন শফিক তুহিন। অভিনেত্রী বন্যা মির্জার সঙ্গে রেদওয়ান রনি ও টিম ‘আইসক্রিম’। সাব্বিরের সেলফিতে কণ্ঠশিল্পী মুহিন ও অভিনেত্রী দিপালী। কণ্ঠশিল্পী বেলাল খানের সেলফিতে ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল, কণ্ঠশিল্পী পূজা ও অভিনেতা মাজনুন মিজান। সেলফি শিকারী কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-এর জামিল হোসেন ও শশী। এই প্রজন্মের শিল্পী-সাংবাদিকদের নিয়ে সেলফি তুলছেন কণ্ঠশিল্পী সাব্বির। জয় শাহরিয়ারের সেলফিতে পাঁচ গীতিকবি। শফিক তুহিন, জুলফিকার রাসেল, লতিফুল ইসলাম শিবলী, রবিউল ইসলাম জীবন ও মাহমুদ মানজুর। সেলফিতে কাঁচা অভিনেতা মাজনুন মিজান। তবুও...
আরও দেখুন: তারকাদের অভিনন্দনে ভাসলো বাংলা ট্রিবিউন
/এমএম/