কাল থেকে তিন বোনের গল্প

‘থ্রি সিস্টার্স’বাংলাদেশের তিন জেলা থেকে ঢাকা শহরে তিনজন মেয়ে পড়াশোনা করতে আসেন। তাদের জীবনে ঘটে যায় নানা ধরণের ঘটনা।
তিনজন তিন জেলা থেকে আসলেও তারা একে অপরের সহযাত্রী হয়ে যান। আপন তিন বোনের মতোই এগিয়ে চলেন পাশাপাশি এই শহরের পথে। এমন গল্প নিয়েই নির্মিত হলো নতুন ধারাবাহিক ‘থ্রি সিস্টার্স’।
যা কাল (৩ জুন) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে। আশুতোষ সুজন-এর পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫মিনিটে।
এতে অভিনয় করেছেন আবুল হায়াত, নিলয়, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, তুষ্টি, সুজানা, তানজিন তিশা, সাফা কবির, তারিন রহমান, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, সালমান মোক্তাদির, শামীমা নাজনীন, গীতা দি, বাপ্পী আশরাফ, আনিসুল হক বরুণ, শহীদুল আলম প্রমুখ।
/এমএম/