সৈয়দ শামসুল হকের জন্য শুভকামনা

সৈয়দ শামসুল হক।।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বেশ অসুস্থ। ফুসফুসের উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে। এদিকে প্রিয় এ মানুষটির অসুস্থতার কথা শুনে অনেকেই শুভকামনা জানিয়েছেন।
এরমধ্যে শনিবার ফেসবুকে তাকে নিয়ে লিখেছেন গীতিকবি ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি লেখেন,
“সৈয়দ শামসুল হক
প্রবাদতুল্য মানুষটি,
আছেন কবিতা-নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সমস্ত জায়গা জুড়ে।
‘চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস। হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলেই ঠুস’ এমন উপলব্ধি- চিত্রকল্প, ছন্দ ও অন্ত্যমিলে উজাড়
গানের মানুষটি, কেমন আছেন?
প্রিয় মানুষটি,
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি,
প্রার্থনায় আপনি সবসময়ই আছেন...”

সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প ছাড়াও সাহিত্যের প্রায় সব শাখায় সাবলীল পদচারণা করছেন। তার গল্প উপন্যাস নিয়ে একাধিক নাটক ও চলচ্চিত্র নির্মাণ হয়েছে। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) পান। এছাড়া তিনি একুশে পদকসহ (১৯৮৪) অন্য অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন।

/এম/