‘ইত্যাদি’ প্রসঙ্গে যা বললেন বিদেশিরা

ঈদ ‘ইত্যাদি’তে ৮২ বিদেশি নাগরিক।প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।
বাংলাদেশি পুলিশের পোশাকে বিদেশি নাগরিক।প্রতিবছরের মতো যথারীতি এবারও বিদেশিদের নিয়ে ‘ইত্যাদি’তে রয়েছে ব্যাপক আয়োজন। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানান দেশের ৮২ জন নাগরিক। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ৪০ জন এবং বাকিরা অভিনয়ে। এবারের বিষয় ‘বাল্য বিবাহ’।
ঈদ ‘ইত্যাদি’তে ৮২ বিদেশি নাগরিক।এবারের পর্বে অংশ নেওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বিদেশি নাগরিক। ফ্রান্সের নাগরিক ইগোর বলেন, ‘ইত্যাদির শুটিং-এ এসে মনে হচ্ছে পিকনিকে এসেছি।’ ডাচ নাগরিক নেইলস বলেন, ‘আমি গত বছর এতে অংশ নিয়েছি, এবারও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’ ফ্রান্সের মাইরিয়াম বলেন, ‘ইত্যাদি টিম খুবই ভালো অর্গানাইজড। আমি ইত্যাদিকে ভালোবাসি।’

ঈদ ‘ইত্যাদি’তে বউয়ের সাজে বিদেশি নাগরিক।ডাচ নাগরিক মাইকেল ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমরা ইত্যাদি পরিবারের সদস্য হয়ে গেছি।’ কানাডার মোনজা বলেন, ‘অনেক গরম এখন। তারপরও হানিফ সংকেতের ইত্যাদির কাজ করতে কোনও ক্লান্তি আসে না।’ পর্তুগালের পেড্রো বলেন, ‘বাংলাদেশে অবস্থানকালে এটাই আমার কাছে সবচাইতে আনন্দঘন মুহূর্ত, অবিস্মরণীয় অভিজ্ঞতা।’
সংলাপ বুঝিয়ে দিচ্ছেন হানিফ সংকেত।বিদেশিদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘এরা অপেশাদার এটা সত্যি কথা। তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। যেহেতু দর্শকরা এই পর্বটি অনেক পছন্দ করেন, তাই আমরাও অনেক যত্ন নিয়ে এই নির্মাণের চেষ্টা করি। আশাকরি প্রতিবারের মতো এবারও বিদেশিরা দর্শকদের অনেক আনন্দ দেবেন।’
নাচের দৃশ্যে ৪০ বিদেশি।‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
দুই বিদেশির সঙ্গে হানিফ সংকেত।বিদেশি নাগরিকদের মাঝে হানিফ সংকেত।/এমএম/