চলে গেলেন আব্বাস কিয়ারোস্তামি

ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামিচলে গেলেন বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি। ইরানি গণমাধ্যমগুলো জানায়, ৭৬ বছর বয়সে সোমবার বাংলাদেশ সময় রাতে ফ্রান্সে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই সংবাদ নিশ্চিত করেছে।
ইরানের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত তিনি। ১৯৭০ সাল থেকে তিনি নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং পূর্ণদৈর্ঘ্যসহ সব ধরণের চলচ্চিত্র নির্মাণ করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে দি নিউ ইয়র্ক সিনমো ম্যাগাজিন ‘দ্য ফিল্ম স্টেজ টুইটারে বলে, ‘হয়তো বিশ্ব তার সর্বসেরা চলচ্চিত্র নির্মাতাকে হারালো।’
দ্য ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট তাদের টুইটারে আব্বাসের মৃত্যুতে হাতাশা প্রকাশ করেছে।
টেলিগ্রাফের চলচ্চিত্র সমালোচক রবি কলিন আব্বাসকে অভিহিত করেছেন, ‘ছদ্মবেশী ক্লোজ আপের জাদুকর এর এক অলৌকিক নির্মাতা।’
আব্বাস কিয়ারোস্তামির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘ক্লোজআপ’ (১৯৯০), ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’ (১৯৯৫) ‘টেস্ট অব চেরি’ (১৯৯৭), ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’ (১৯৯৯), ‘এবিসি আফ্রিকা’ (২০০১), ‘টিকেটস’ (২০০৫), ‘চাকান অন সিনেমা’ (২০০৭)।


/এম/