পার্থ-বাপ্পা-এলিটার সংগীত সফর

পার্থ, বাপ্পা ও এলিটা।পার্থ বড়ুয়া এবং বাপ্পা মজুমদার আগেও অনেকবার সফরে গিয়েছেন। গানের জন্য দেশ-বিদেশের মঞ্চে এ দুজনের বাড়তি কদর তৈরি হয়েছে গেল ক’বছর ধরে।
এবার এই স্টেজ জুটির সঙ্গে যোগ হলেন পপ কণ্ঠশিল্পী এলিটা করিম। দেশের কোথাও নয়, তিন তারকাই জোট বেঁধে এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে। সেখানকার অনলাইন শপ www.utshob.com-এর আয়জনে পাঁচটি কনসার্টে অংশ নিচ্ছেন তারা।
এরমধ্যে ২৪ জুলাই গাইবেন লস অ্যাঞ্জেলেস, ৩০ জুলাই ফ্লোরিডা, ৩১ জুলাই আটলান্টা, ৫ আগস্ট হিউস্টন এবং সফর শেষ করবেন ৭ আগস্ট অস্টিনের প্রবাসী বাঙালীদের সামনে পারফর্ম করার মধ্য দিয়ে।
এই আয়োজন নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রবাসীদের সামনে পারফর্ম করা সব সময়ের জন্য আনন্দের বিষয়। দেশের বাইরে থেকেও তারা দেশের নতুন পুরনো সব বাংলা গানের খবর রাখেন। নিয়মিত বাংলা গান শোনেন। এটা আমাকে খুব অবাক করে। সেই সঙ্গে প্রবাসে পারফর্ম করা সম্মানেরও একটি বিষয়।’
পার্থ বড়ুয়া জানান, ‘আমি বাপ্পা যখন একসঙ্গে মঞ্চে বাজাই তখন খুব আনন্দ পাই। আর সেই সঙ্গে যখন প্রবাসীরা আমাদের সাথে সাথে কণ্ঠ মেলান তখন সত্যি দারুণ একটা অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’
এদিকে এলিটা বলেন, ‘বাপ্পা আর পার্থ দা’র সঙ্গে ট্যুর করতে পারা আমার জন্য বেশ আনন্দের বিষয়।’
পার্থ, বাপ্পা, এলিটাসহ তাদের ১২ সদস্যের মিউজিশিয়ানের দলটি আগামী ২৩ জুলাই ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। এই পুরো আয়োজনের সঙ্গে থাকছে চ্যানেল এনটিভি।
/এস/এমএম/