‘মুখ ও মুখোশ’ মুক্তির ৬০ বছর

বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের এই দিনে (৩ আগস্ট) মুক্তি পায়।

আজ (৩ আগস্ট, বুধবার) ছবিটির ৬০ বছর পূর্তি হলো।  ৬০ বছর আগের এ ছবিটি ঐতিহাসিকভাবেও বহুল আলোচিত। এতে প্রধান তিন নারী চরিত্রের মধ্যে একজন ছিলেন পিয়ারী বেগম। অন্যদিকে ছবির একটি গানে কণ্ঠ দেন মাহবুবা রহমান। মিডিয়া বিমুখ এ দু’জন এখনও বেঁচে আছেন।
ছবিটির ৬০ বছর পূর্তি উপলক্ষে এ দু’জন অতিথি হয়ে আসছেন এনটিভির অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানের বিশেষ পর্বে। কোনও টিভি চ্যানেলের অনুষ্ঠানে দু’জনের এটাই প্রথম উপস্থিতি।
এতে তারা ‘মুখ ও মুখোশ’ নিয়ে নানা স্মৃতিচারণ করবেন। জাহাঙ্গীর চৌধুরীর পরিকল্পনা ও প্রযোজনায় এবং ইভান সাইর’র উপস্থাপনায় অনুষ্ঠানটি এনটিভিতে প্রচার হবে ৪ আগস্ট রাত ৯ টায়।
উপস্থাপক ইভান বলেন, ‘এমন একটি আয়োজন উপস্থাপনা করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্য এবং গর্বের বিষয়। আমি শিহরিত এবং রোমাঞ্চিত।’
/এস/এমএম/