‘জাদুকরের মুখোশে’ প্রীতম হাসান



প্রীতম হাসান। ছবি- সংগৃহীত। (2)ইউটিউবে এখন চলছে প্রীতম জাদু। মাত্রই প্রকাশ হয়েছে তার সংগীতে মমতাজের গান ‘লোকাল বাস’। যে বাস মাত্র তিন দিনেই চার লাখ হিটের দিকে ছুটছে।

আর গত ঈদে ‘আসো মামা হে’ নিয়ে এখনও প্রশংসিত এ গায়ক। এবার প্রীতম আসছেন তার নিজের একক অ্যালবাম ‘জাদুকর’ নিয়ে।
এটি তার মিনি অ্যালবাম। এতে গান থাকছে দুইটি। ‘জাদুকর’ ছাড়াও অপর গানের শিরোনাম ‘মুখোশ’।
‘জাদুকর’ গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর, সংগীত ও কণ্ঠ প্রীতম হাসানের।
আর ‘মুখোশ’ শিরোনামের গানটি কথা লিখেছেন প্রীতম ও রাহুল যৌথভাবে। এটির সুর-সংগীত ও গায়কি প্রীতমের।
প্রীতম জানালেন, গান দুটির কাজ শেষ হয়েছে। ‘জাদুকর’ গানটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পাচ্ছে জিপি মিউজিকে। আর ‘মুখোশ’ গানটি গানচিল মিউজিক প্রকাশ করছে রবি ইয়োন্ডার মিউজিকে।
এছাড়াও গানচিল রেডিও, গানচিল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও গানচিল ইউটিউব চ্যানেলে গানটির সব আপডেট থাকবে।
/এমআই/এম/