হলো ‘হালদা’ ছবির মহরত

হালদা’র প্রধান তিন চরিত্র।প্রশংসিত ছবি ‘অজ্ঞাতনামা’ মুক্তির পরপরই নতুন ছবির মহরত করলেন তৌকির আহমেদ। এবারের ছবির নাম ‘হালদা’। এটি তার নির্মাণ ক্যারিয়ারের পঞ্চম ছবি।

আজ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর বিকালে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হালদা’র মহরত অনুষ্ঠিত হয়। জানানো হয়, এতে কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও তিশা।
মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তৌকির, জাহিদ, মোশাররফ করিম, তিশা ছাড়াও  উপস্হিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মো. মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মোরশেদুল ইসলাম, অভিনেতা-নির্মাতা আবুল হায়াতসহ আরও অনেকে।

তৌকির জানান, ‘আমরা কজন’ এর প্রযোজনায় এই ছবির কাহিনি লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। সংগীত পরিচালনা করবেন চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ। চট্টগ্রামের হালদা নদীকে ঘিরেই এর গল্প।
মহরত অনুষ্ঠানে কথা বলছেন তৌকীর আহমেদ।আরও জানান, ‘হালদা’তে জাহিদ হাসানকে দেখা যাবে খল চরিত্রে। মোশাররফ করিম অভিনয় করবেন জেলের চরিত্রে আর তিশাকে পাওয়া যাবে গ্রামের স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করবেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
/এসএস/এমএম/