মনোচিকিৎসকের উপস্থিতিতে সন্তানদের দেখা পেলেন ব্রাড

ব্র্যাড ও সন্তানরা (ফাইল ছবি)হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো সন্তানদের সঙ্গে দেখা করেছেন ব্রাড পিট।
পিপল ম্যাগাজিন জানিয়েছে, ৫২ বছর বয়সী এই সুপারস্টার তার সন্তানদের সঙ্গে কিছু ‘অপূর্ব’ মুহূর্ত কাটিয়েছেন।
নিজেদের মধ্যকার বিদ্বেষপূর্ণ মতপার্থক্যের কথা উল্লেখ করে অ্যাঞ্জেলিনা চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ব্রাডের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তার দাবি, ‘পরিবারের মঙ্গলের জন্যই’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাড পিটের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা অভিযোগ করেন, তিনি বাজেভাবে বকাবকি করেন এবং ওই পরিবারের ব্যক্তিগত বিমানে এক ঝগড়ায় তিনি বড় ছেলে ম্যাডক্সের ওপর হাত তুলেছিলেন।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস ব্রাডের বিরুদ্ধে ওই অভিযোগের তদন্ত করছে।
ব্রাড সন্তানদের সঙ্গে দেখা করার সময় একজন মনোচিকিৎসকও তাদের সঙ্গে ছিলেন।  
৪১ বছর বয়সী অ্যাঞ্জেলিনা সন্তানদের একান্ত হেফাজত দাবি করেছেন। তবে ব্রাড সন্তানদের অংশীদারিত্বমূলক হেফাজত দাবি করেছেন।
সূত্র: এনডিটিভি।

/এসএ/এম/