হাসপাতালের দালাল রুস্তমের সাক্ষাৎকার

পর্দার আড়াল থেকে শামীম শাহেদের মুখোমুখি রুস্তম।রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে হাসপাতালে দালাল হিসেবে কাজ করেন রুস্তম। চিকিৎসার নামে তার কাছে প্রতারিত হয়েছেন অনেকেই। এমন দালালের হাতে পড়ে প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছেন অসংখ্য মানুষ।

কেমন করে রুস্তম এই পথে পা বাড়ালেন। চিকিৎসার নামে অসহায় মানুষের সঙ্গে তিনি যে অপরাধ করছেন, আত্মপক্ষ সমর্থনে কী বলবেন রুস্তম? এমন কিছু প্রশ্ন নিয়ে তার মুখোমুখি হয়েছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান ও উপস্থাপক শামীম শাহেদ।  
যা দেখা যাবে বাংলাভিশনের ‘আমাদের মনের কথা’ শিরোনামের অনুষ্ঠানে।
শামীম শাহেদ বলেন, ‘প্রতিনিয়তই আমাদের আশেপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো সবাইকে জানানোর জন্য আমাদের এই ভিন্ন আয়োজন। আমরা মনে করি এমন অনুষ্ঠানের কারণে রুস্তমরা একদিন স্বাভাবিক পেশায় ফিরে আসবেন।’
পর্দার আড়ালে বসে দালাল রুস্তমের এই সাক্ষাতকারটি প্রচার হবে শুক্রবার, ১৪ অক্টোবর রাত ৯টা ৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
/এমএম/