প্রিয়াঙ্কা ‘নারীশক্তির দৃষ্টান্ত’

প্রিয়াঙ্কা চোপড়া।বিদেশের মাটিতে ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার অর্জনের তালিকাটা যে দিন দিন দীর্ঘ হচ্ছে, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।

বছরের শুরুতেই অস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পেয়েছিলেন এ বলিউড তারকা। এরপর গত সেপ্টেম্বরে অ্যামি অ্যাওয়ার্ড-এও পুরস্কার ঘোষণা করতে দেখা গেছে তাকে। কেবল তাই নয়, বেশ কয়েকটি জনপ্রিয় টকশোতেও দেখা মিলেছে তার। এবার প্রিয়াংকার সেই প্রাপ্তির তালিকাটা আরেকটু দীর্ঘ হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির করা ‘নারীশক্তির দৃষ্টান্ত’ শীর্ষক তালিকায় অপরাহ উইনফ্রে ও জেনিফার লোপেজের সঙ্গে প্রিয়াংকার নামও স্থান পেয়েছে। প্রিয়াংকার নামটি যুক্ত করার কারণ হিসেবে ওই প্রতিবেদনে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এ ভারতীয় তারকার ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি বলিউডেও প্রিয়াংকার সাফল্যের কথাটি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ‘কোয়ান্টিকো’র প্রথম কিস্তিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর সদস্যহিসেবে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স পারিশ। এবার সিরিজটির দ্বিতীয় কিস্তিতে তাকে সিআইএ-এর সদস্য হিসেবে দেখা যাচ্ছে। স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডি চ্যানেলে প্রচার হচ্ছে সিরিজটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এফইউ/এমএম/