আসছে নিরবের বলিউড ট্রেলার

‘বালা’র একটি গানের দৃশ্যে কবিতা ও নিরব।সপ্তাহ খানেক হলো ভারত থেকে দেশে ফিরেছেন অভিনেতা নিরব। তিন সপ্তাহ ধরে কাজ করেছেন প্রথম হিন্দি ছবি ‌‘বালা’র। কেমন হলো তার প্রথম বলিউড ছবি?

এ প্রশ্নে উত্তর প্রস্তুত। আগামী সপ্তাহে পাওয়া যাবে জবাবটি। কারণ মুক্তি পাচ্ছে ছবিটির ট্রেলার।
ছবির পরিচালক ফয়সাল সাইফ ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানালেন বিষয়টি।
আর বিস্তারিত পাওয়া গেল নিরবের কাছে।
নিরব বাংলা ট্রিবিউনকে বললেন, ‘চলতি মাসেই অর্থাৎ আগামী সপ্তাহে ট্রেলারটি মুক্তি পাবে।’
এদিকে জানা গেল, আগামী সপ্তাহে মুম্বাইয়ে ট্রেলারটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হচ্ছে। সেখানে নিরবও উপস্থিত থাকার কথা রয়েছে।  
‘বালা’র একটি ভৌতিক দৃশ্য।ছবিটিতে নিরবের নায়িকা হিসেবে আছেন তেলেগু, তামিল ও বলিউডে অভিনয় করা কবিতা রাধে শ্যাম। আরও আছেন পাকিস্তানি শিল্পী মিরা খান।
ছবিটির কাজ হয়েছে ভারতের বেঙ্গালুরু ও কর্নাটকে।
‘বালা' ছবিটি মূলত ভৌতিক ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে। এটি মুক্তি পাবে আগামী বছরের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি)।
/এম/এমএম/