মেয়ের চিত্রনাট্যে মায়ের নির্দেশনা

মা বেবী, মেয়ে মাহিন।এবার মেয়ের লেখা নাটক মঞ্চে নির্দেশনা দিচ্ছেন বরেণ্য নাট্যজন রোকেয়া রফিক বেবী। মেয়ে আনিকা মাহিন একার লেখা নাটকটির নাম ‘মর্ষকাম’। এটি মঞ্চে নিয়ে আসছে থিয়েটার আর্ট ইউনিট। আগামী ১ নভেম্বর ঢাকার সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এরই মধ্যে নাটকটির প্রথম কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া।
নির্দেশক বেবী বলেন, ‘বড় ক্যানভাসের এই নাটকটি মঞ্চে তুলতে পেরে ভালো লাগছে। থিয়েটার আর্ট ইউনিটের নবীন-প্রবীণ সব শিল্পীরা এতে অভিনয় করছেন। এখন মঞ্চায়নের অপেক্ষায়। এরই মধ্যে প্রথম কারিগরি মঞ্চায়ন করেছি। আরও দুটো কারিগরি প্রদর্শনী করার ইচ্ছে আছে। এরপর ১ নভেম্বর সন্ধ্যায় নাটকটি দর্শকের জন্য মঞ্চায়ন করা হবে।’
আনিকা মাহিন একা বলেন, ‘বিশ্বব্যাপি রাজনীতির সাম্রাজ্যবাদ এই নাটকের মূল উপজীব্য। এর মাধ্যমে বিশ্ব রাজনীতির কিছু বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিভাবে প্রভাবশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করে।’
ঢাকার মঞ্চে আনিকার লেখা ‘ম্যাকাব্রে’ নাটকটি এরই মধ্যে আলোচনা ছড়িয়েছে। কামাল উদ্দীন নীলু ‘ম্যাকাব্রে’ নাটকের নির্দেশনা দিয়েছিলেন। এবার মায়ের নির্দেশনায় আনিকার লেখা দ্বিতীয় নাটক মঞ্চে আসছে।  
প্রসঙ্গত, দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও রোকেয়া রফিক বেবীর একমাত্র কন্যা আনিকা মাহিন থিয়েটার আর্ট ইউনিটের একজন সক্রিয় নাট্যশিল্পী।
/এস/এমএম/