এস এম সোলায়মান প্রণোদনা পেলেন রামিজ রাজু

রামিজ রাজুর হাতে পদক তুলে দিচ্ছেন নাট্যজন মামুনুর রশীদসহ অতিথিরাপ্রয়াত নাট্যজন এস এম সোলায়মানের নামে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা’ গ্রহণ করলেন প্রাঙ্গণেমোরের তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে এটি প্রদান করা হয়।
নাট্যব্যক্তিত্ব ও অনুষ্ঠানের প্রধান অতিথি মামুনুর রশীদ প্রণোদনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন রামিজ রাজুর হাতে।
প্রণোদনা পর্বের পর স্বারক বক্তৃতা প্রদান করেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্য গবেষক ড. আশিস গোস্বামী। আলোচনায় অংশ নেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা।
'মায়ার সাগর পাড়ি দিয়ে/ মিশেছি মাটির কোলে/আপন মাঝে ডুব দেব বলে'- এস এম সোলায়মানের লেখা এই গানটি তারই মেয়ে আনিকা মাহিনের গাওয়ার মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠান।
আবার অনুষ্ঠানের শেষদিকে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান পরিবেশন করে আয়োজক থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।

/এম/