প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’

প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’আজ (৩ নভেম্বর) ঐতিহাসিক জেল হত্যা দিবস। এ উপলক্ষে দীপ্ত টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ প্রমাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।
তাদের সংক্ষিপ্ত জীবনী, জাতীয় ক্ষেত্রে  ভূমিকা ও  হত্যা পরবর্তী দেশের অবস্থাকে আলোকপাত করে  নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।
এতে জাতীয় চার নেতার স্বজনসহ ইতিহাসবিদগণ অংশগ্রহণ করেছেন।
/এমএম/