পড়াশোনায় সিয়ামের অনন্য অর্জন

সিয়ামএকটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন সিয়াম আহমেদ। এরপর বেশ কিছু নাটকে তাকে দেখা গেছে। ‘ভালোবাসা ১০১’, ‘ফ্রেন্ডস লাভ অ্যান্ড সামথিং মোর’, ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’ নামের নাটকগুলোতে বেশ প্রশংসা পান এ তরুণ অভিনেতা।
তারপর হঠাৎ করেই পাড়ি জমান ভিন্নদেশে। পড়াশোনার সুবাদে পেশাদার ব্যারিস্টার কোর্সে পড়তে যান যুক্তরাজ্যের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে। চলতি সপ্তাহে তার ফল এসেছে। আর তা বিশ্ববিদ্যালয়ের ভাষায় ‘আউটস্ট্যান্ডিং’। নিজ ব্যাচে তো প্রথম হয়েছেনই, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত পড়তে যাওয়া বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন এ মডেল-অভিনেতা।

সিয়াম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘টানা একটা বছর দিন-রাত ১২ ঘণ্টা করে টেবিলে বসে পড়ালেখা আর ব্যারিস্টার হওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করেছি, তা এখন আর কিছুই মনে হচ্ছে না। আমার মা-বাবার স্বপ্ন আমি সত্যি করতে পেরেছি। খুবই ভালো লাগছে।’

জানালেন, নিজে আপাতত ব্যারিস্টারি চর্চা চালিয়ে যাবেন। পাশাপাশি কাজ করবেন মিডিয়াতে।

সিয়াম বলেন, ‘এখন আমি ব্যস্ত বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নিয়ে। এবারের আসরের নতুন ও অন্যতম দল খুলনা টাইটানসের সঙ্গে যুক্ত আছি আমি। এছাড়া গত মাসে দেশে ফেরার পর বেশ কিছু একক নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছি। পর্দায় আরও কিছু কাজ শিগগিরই আসবে।’


/এমআই/এম/