ফোক ফেস্ট: পর্দা নামছে শনিবার

ফোক ফেস্ট: আজকের চমকবৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে থেকে ঢাকা আর্মি স্টেডিয়াম আবিষ্ট হয়ে আছে লোকজ সুরে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’ বাংলাদেশের সঙ্গে আছেন বিদেশের অতিথিরাও। ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, স্পেন, কানাডার খ্যাতিমান শিল্পীরা পরিবেশন করছেন তাদের গান।

আজ শনিবার উৎসবের শেষ দিনে (১২ নভেম্বর) ফোক ফেস্ট মঞ্চে থাকবেন বাংলাদেশের সুনীল কর্মকার, ইসলাম উদ্দিন কিসসাকার ও বারী সিদ্দিকী। দলীয়ভাবে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের তাপস অ্যান্ড ফ্রেন্ডস ও ভারতের নুরান সিস্টার্স। এরপর সম্মিলিত পরিবেশনায় অংশ নেবেন যুক্তরাজ্যের সুশীলা র‌্যামন, স্যাম মিলস ও ভারতের পবন দাস বাউল। মূলত এই যৌথ পরিবশেনার মধ্যদিয়ে এবারের উৎসবের পর্দা নামবে বলে জানিয়েছে আয়োজকরা।
প্রথম দু’দিনের মতো আজও আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।
উৎসবটি সফল করতে আয়োজকরা দর্শকদের কাছে কিছু বিষয়ে অনুরোধ ও নিদের্শনা দিয়েছেন। জানিয়েছেন, ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকিট দেখাতে হবে। অনুষ্ঠানে ব্যাগ, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না। ভেন্যুতে প্রবেশের পর বের হলে দ্বিতীয়বার ঢোকা যাবে না। বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
/এমএম/