মঞ্চে উঠছে সাধানার নতুন নাটক

‘কালচৌতিশা’র মহড়া২০১৪ সালে নৃত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাধনা মঞ্চে নিয়ে এসেছিল তাদের প্রথম মঞ্চনাটক ‘সীতার অগ্নিপরীক্ষা’। এবার আসছে তাদের দ্বিতীয় নাটক। এর নাম ‘কালচৌতিশা’। নাটকটি লিখেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিচ্ছেন রিয়াজ মাহমুদ।

আগামী ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চস্থ হবে।
সাধনার প্রধান ও শিল্প নির্দেশক লুবনা মরিয়াম বলেন, ‘নাটকটিতে মানুষের স্বপ্নের কথা কথা বলা হবে। এটির শিল্প নির্দেশনায় আমি যুক্ত আছি।’

এতে অভিনয় করছেন আশিক রহমান লিয়ন, কাজী তামান্না হক সিগমা, কামরুল ইসলাম মারুফ, নাজমুল হুদা শাকির, তানভীর নাহিদ খান, শাহারুল ইসলাম কাজল, হাফিজুল ইসলাম উজ্জ্বল, আফজাল কবীর, শাকিলা সিমকি, অমিত চৌধুরী, শাম্মি আক্তার প্রমুখ।
সাধনা সূত্রে জানা যায়, নিরপেক্ষ সময়ের ব্যাকরণ হলো এই নাটক। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় নারী ও পুরুষের নৈতিক ও আত্মিক সম্পর্কের মানচিত্র বোঝা যায় এর মাধ্যমে। ধনবাদী রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তাড়িত ব্যক্তি ও একগুচ্ছ ব্যক্তির তোলপাড় করা মনোজগতের দীর্ণ চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে।
/এম/এমএম/