যুবরাজের গ্রামের উৎসবে আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর ও খালেদ খান২০১৩ সালের ২০ ডিসেম্বর মঞ্চের যুবরাজ খালেদ খান সবাইকে ছেড়ে চলে যান। বাংলা নাটকের অন্যতম প্রভাবশালী এ অভিনেতাকে স্মরণ করতে তার এলাকা টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে স্থানীয় সংগঠন ‘হঠাৎ নাট্য সম্প্রদায়’।

আর এতে প্রধান অতিথি হিসেবে ২৩ ডিসেম্বর উপস্থিত থাকবেন একসময়ের তুখোড় অভিনেতা ও বর্তমানের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসব আয়োজনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খালেদ খানের মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী জয়িতা।
তিনি জানান, খালেদ খানের নিজ এলাকা মির্জাপুরে এ আয়োজন হবে ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর। উৎসবের স্লোগান রাখা হয়েছে ‘আমরা নাটক বানাই আলোর খোঁজে’।
মূলত খালেদ খানের জন্মস্থান মসদই’য়ের পাশের গ্রাম উয়ার্শীতে এ উৎসব হবে। যুবরাজ নাট্য উৎসব কমিটির মাধ্যমে এ দুটি গ্রামের মানুষেরা উৎসবটির তত্ত্বাবধান করছেন।  
আয়োজনের তিন দিনে চারটি নাটক মঞ্চায়ন হবে। এতে প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’ ও থিয়েটার আর্ট ইউনিটের ‘আমেনা সুন্দরী’ নাটক থাকছে। এছাড়া স্থানীয় সংগঠন হঠাৎ নাট্য সম্প্রদায়ের ‘সঙযাত্রা’ নাটকটিও মঞ্চস্থ হবে উৎসবে।
/এম/এমএম/