শেষ হলো রবীন্দ্রসঙ্গীত উৎসব

মোহাম্মদ আব্দুল জব্বারকে সম্মাননা প্রদানস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) শেষ হলো ৩ দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব।

অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব-এর শেষ দিনে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এই সম্মাননা প্রদান করা হয়।
মোহাম্মদ আব্দুল জব্বারকে সম্মাননা প্রদানসম্মাননা প্রদান শেষে অনুষ্ঠিত সংগীতায়োজনে রবিঠাকুরের সুরে মিলনায়তনভর্তি দর্শক শ্রোতাদেরকে সুরের ঢেউয়ে দোলান আমিনা আহমেদ, অশোক সাহা, মীর মো. আসিফুল বারী, মাখন হাওলাদার, অনুপম কুমার পাল, আব্দুল ওয়াদুদ, খন্দকার আবুল কালাম, গোলাম হায়দার, শফিকুর রহমান খান, অনিরুদ্ধ সেন গুপ্ত, উত্তম কুমার সাহা, সালমা আকবর, ছায়া কর্মকার, রাবিতা সাবাহ, আঁখি বৈদ্য, মাহজাবিন রহিম মৈত্রী, লিলি ইসলাম, রাইয়ান খালেদ সান্দ্রা, সুমা রানী রায়, ইন্দ্রানী কর্মকার, রমা বাড়ৈ, শামা রহমান প্রমুখ।
সংগীত পরিবেশন করছেন তপন মাহমুদএর আগে উৎসবের ২য় দিন শুক্রবার প্রভাতী অধিবেশন শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। সকাল ১১ টায় ‘শাপমোচন’ নৃত্যনাট্য পরিবেশন করেছে পল্লবী ডান্স সেন্টার।
একইদিন সন্ধ্যায় শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্বদসৈনিক সৈয়দ হাসান ইমামকে।
সংগীত পরিবেশন করছেন আমিনা আহমেদবৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে ‘অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ এর উদ্বোধন হয়। ‘যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়/ যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়/ ..জয় জয় সত্যের জয়’- এমন শ্লোগান নিয়ে ৩ দিনব্যাপী এবারের উৎসব শুরু হয়েছে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।
মোহাম্মদ আব্দুল জব্বারকে সম্মাননা প্রদানছবি: সাজ্জাদ হোসেন/ বাংলা ট্রিবিউন
/এস/এমএম/