২১ ফেব্রুয়ারি আসছে ২৪ ব্যান্ডের গান

নকীব, ফজল, মেজবাহ, টুলু ও চন্দন৯০ দশকের ব্যান্ড গানের সোনালি সময় ধারণ করার চেষ্টা চলছে একটি অ্যালবামে। সে সময়ের আলোচিত ২৪টি ব্যান্ডের গান দিয়ে সাজানো হচ্ছে এ অ্যালবাম।
যা প্রকাশ হবে আগামী ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আর পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে এটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আশিক মিউজিক।
মঙ্গলবার বিকালে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনটি হবে। যেখানে অ্যালবাম প্রকাশনার দিনক্ষণ ছাড়াও এর নাম জানানো হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান আশিক মিউজিকের প্রধান আশিক বলেন, ‘দিনটি আমরা চূড়ান্ত করেছি। এটি হচ্ছে ২১ ফেব্রুয়ারি। আর নামের বিষয়টি মঙ্গলবার চূড়ান্ত হবে।’
তিনি জানান, ২৪টি ব্যান্ডের বেশিরভাগই একটি করে গান গেয়েছে। এছাড়া দু’একটি ব্যান্ডের অধিক গান থাকতে পারে।
ব্যান্ডগুলো হলো- আর্ক, বাংলাদেশ, ব্লু হরনেট, কেইডেন্স, চাইম, ডিফারেন্ট টাচ, ডিজিটাল, ড্রিমল্যান্ড, ফিডব্যাক, মনিটর, নিউ ইভস, নরদান স্টার, নোভা, অডেসি, অরবিট, পেপার রাইম, পালস, রেনেসাঁ, স্টারলিং, তরুন ব্যান্ড, তীর্থক, দ্য কিউ, ওয়ারফেইজ, উইন্ডস, উইনিং।
/এমআই/এম/