এপ্রিলে লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসব

রুহী-মনসুরআবারও শুরু হচ্ছে ‘লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসব’। চার দিনব্যাপী এ আয়োজন শুরু হবে ১৩ এপ্রিল। বাংলা ভাষার ছবি নিয়ে বৃহৎ এ আয়োজন দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে। 
উৎসবের উদ্যোক্তা লন্ডন প্রবাসী চিত্র পরিচালক মনসুর আলী ও মডেল রুহী।
মনসুর জানালেন, এখন চলছে চলচ্চিত্র গ্রহণ ও নিবন্ধন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এটি চলবে। এরপর বাছাই প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত ছবিগুলো প্রদর্শন করা হবে উৎসবে। আর বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন কয়েকটি দেশের চলচ্চিত্র বোদ্ধারা।
এছাড়া উৎসবে ঢালিউড ছাড়াও টলিউড ও হলিউডের বেশ কয়েকজন বোদ্ধা থাকছেন।
মনসুর বলেন, ‘আমরা বাংলা ছবি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই। এর লক্ষ্যে গত বছর থেকে উৎসবটি শুরু হয়। প্রথমবার ব্যাপক সাড়া পেয়েছিলাম। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।’
উৎসবের জন্য ছবি পাঠানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্মাতারা www.lbff.co.uk এ ঠিকানার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

উল্লেখ্য, মনসুর আলীর প্রথম চলচ্চিত্র ‘৭১-এর সংগ্রাম’। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুহী ও আমান।

/এম/