লরেন্সের অ্যাকাউন্ট হ্যাককারীর কারাদণ্ড

জেনিফার লরেন্সহলিউড তারকা জেনিফার লরেন্সের ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার দায়ে এক ব্যক্তিকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শিকাগোর ২৯ বছর বয়সী এডওয়ার্ড মাজেরজিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালে জেনিফারের ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেন। যেখানে এই হলিউড অভিনেত্রীর নগ্ন ভিডিও এবং ছবি ছিল।
এডওয়ার্ড একটি অনলাইন জনমতের নামে পরিচালিত প্রোগ্রাম ব্যবহার করে জেনিফারের ইউজারনেইম ও পাসওয়ার্ড সংগ্রহ করেন।
এডওয়ার্ডের বিরুদ্ধে গত বছর জেনিফারের অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ আনা হয়। আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড ছাড়াও ৪,৯০০ পাউন্ড জরিমানা করেছেন। তবে যেহেতু এডওয়ার্ড এসব ছবি ও ভিডিও কারও কাছে বিক্রয় করেননি, তাই তার ওপর অন্য কোনও অভিযোগ আনা হয়নি।
২০১৪ সালে লরেন্সের পাশাপাশি সুপারমডেল কারা ডেলেভিন ও অভিনেত্রী আনা কেনড্রিকের নগ্ন ছবিও ফাঁস করা হয়েছে। এর আগে, পপতারকা রিহানা, সেলেনা গোমেজ, ম্যারি এলিজাবেথ উইনস্টিড, কিম কারদাশিয়ানসহ অনেক তারকার নগ্ন ছবি ফাঁস হয় অনলাইনে।
জেনিফার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের হ্যাকিংকে ‘যৌন অপরাধ’ বলে অভিহিত করেন।
তবে এডওয়ার্ডের আইনজীবীর দাবি, তার মক্কেল বিষণ্নতায় ভুগছিলেন। আর এ থেকেই ওই অপরাধ করে ফেলেন তিনি।
২০১৬ সালের অক্টোবরে হ্যাকিংয়ের এমনই এক অভিযোগে ৩৬ বছর বয়সী রায়ান কলিনসের ১৮ মাসের কারাদণ্ড হয়।
সূত্র: বিবিসি 

/এসএ/এম/