একটি মৃত বন্দরের গল্প

মৃত বন্দরের মানুষগুলোছোট একটি লোকালয়- এক সময় নদী বন্দর ছিল। এখন সেই নদীর অস্তিত্ব নেই। তবুও এলাকার মানুষ স্থানটিকে বন্দর বলেই মনে রেখেছেন।

যেখানে ছোট কয়েকটি দোকান, দুই একটা রিক্সার আনাগোনা ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। সপ্তাহে দুইদিন বিকালে এখানে হাট বসে। সে কারণে এই জায়গাটি ‌‘হাটখোলা’ নামেও পরিচিত কারও কারও কাছে।
এমন একটি মৃত বন্দর ও এখানকার কিছু মানুষের জীবনচিত্র উঠে আসবে নতুন একটি ধারাবাহিকে। বৃন্দাবন দাসের রচনা ও সাগর জাহানের পরিচালনায় এই নাটকটির নাম ‘হাটখোলা’।
যে হাটখোলা/বন্দরে সমবেত মানুষের মধ্যে থাকে না কোনও ধর্ম-বর্ণ-জাতপাতের ভেদাভেদ। সবাই হাটুরে, কেউ ক্রেতা কেউ বিক্রেতা। এর বাইরে আছেন হকার, চোর, পকেটমার, পাগল আরও কতো পেশা-নেশার মানুষ।
আর এসব চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম.হাসান, ফজলুর রহমান বাবু, আল মনসুর, ফারুক আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, আরফান আহমেদ, তারিন জাহান, শাহানাজ খুশি, রুনা খানদের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
নির্মাতা সাগর জাহান জানান, নাটকটি ৭ ফেব্রুয়ারি থেকে নিয়মিত প্রচার হবে বৈশাখী টেলিভিশনের পর্দায়।
/এস/এমএম/