মিলনের ‘অন্ধ’ ভালোবাসা

একটি দৃশ্যে অপর্ণা ও মিলনমিঠি তার এনজিও’র স্পেশাল এসাইনমেন্ট নিয়ে কক্সবাজারে আসেন। ঘটনাক্রমে দেখা হয় প্রতীকের সঙ্গে। প্রতীক সৃজনশীল একজন মানুষ। দু’জনেরই দৈনন্দিন কাজের শেষে পড়ন্ত বিকালে দেখা হয় সমুদ্রের পাড়ে, কথা হয়।

প্রথমে বুঝতে না পারলেও পরে মিঠি বুঝতে পারেন প্রতীক মূলত অন্ধ। এতো সুন্দর করে কথা বলে, এতো সুন্দর দেখতে যে মানুষটা, আর সে কিনা অন্ধ! তবুও তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে। মিঠি ও প্রতীক একটু অন্যরকম অনুভূতির আকাঙ্ক্ষা অনুভব করেন। সেটা কি ভালোবাসা! হতে পারে অথবা না।

মিঠির ঢাকায় ফেরার সময় এসে গেছে।

মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এমন গল্পের বিশেষ টেলিফিল্মটি। নাম ‘নোনা জলে হঠাৎ দেখা’। আলী আশরাফ আকঞ্জী রিয়েলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন আফরীন জেসিকা এবং পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন ও অপর্ণা ঘোষ। আরও আছেন সামিয়া, সাজ্জাদ সাজু, মাসুম বাশার, কাজী রাজু, রেইনি হাবিবা প্রমুখ।

/এমএম/