সৈয়দ আব্দুল হাদীর ‘বর্ণমালা’

আব্দুল হাদীর সঙ্গে সা রে গা মা একাডেমির শিশু শিল্পীরাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মরণে তৈরি করা হয়েছে ভাষার গান- বর্ণমালা। এটি গেয়েছেন দেশ বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে ছিল সা রে গা মা একাডেমির শিশু শিল্পীরা। গানটির কথা লিখেছেন- মাহফুজ বিল্লাহ্ শাহী। সুর ও সংগীত আয়োজন করেছেন শেখ সাদী খান।
গানটি গতকাল সিডি চয়েসে অফিসিয়াল ইউটিব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিকে। 
নতুন এ গানটি সম্পর্কে মন্তব্য করেছেন ভাষা সৈনিক অধ্যাপিকা চেমন আরা। তিনি বলেন, ‘‘১৯৫২তে ভাষা আন্দলন যখন করেছি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি ইডেন গার্লস কলেজে। যে আনন্দটুকু পেয়েছিলাম সেই তারুণ্যের সময়, আজ এই বৃদ্ধ বয়সে এসে আমি সেই জীবনে ফিরে গেছি ‘বর্ণমালা’ গানটি শুনে।’’
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে কাজটি করেছি। কারণ, এই নতুন প্রজন্মের শিশু কিশোররা এর মাধ্যমে ভাষার প্রতি তাদের যে একটি দায়িত্ব রয়েছে, তা তারা উপলব্ধি করবে।’
ফিরোজ কবীর ডলারের পরিচালনায় গানটির গ্রন্থনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সা রে গা মা একাডেমির পরিচালক- মাহফুজ বিল্লাহ্ শাহী। প্রযোজনায় সা রে গা মা একাডেমি।ঃ
গানের ভিডিওটি:
 

/এমআই/এম/