একক অ্যালবাম ‘একলা লাগে খুব’

লুৎফর হাসানচলমান সিঙ্গেল অডিও-ভিডিও কালচারে ধামাচাপা পড়ছে একক অ্যালবাম কিংবা এ সংশ্লিষ্ট খবর। সংশ্লিষ্টদের ভাষ্য, একটি গান-ভিডিও থেকে যা পাওয়া যায় তার ছিটেফোঁটাও মেলে না ৫-১০ গানের একক অ্যালবামে। তাই চারদিকে সিঙ্গেল অডিও-ভিডিও’র হিড়িক।
যদিও এমন মতবাদ কিংবা চলনের বিপরীতে এখনও একক অ্যালবামেই মূল ভরসা রাখছেন ‘ঘুড়ি’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসান। তার ভাষ্য, ‘ভিডিওর দরকার আছে। তবে তার আগে শুদ্ধ গান তৈরি ও পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ জরুরি। এই আত্মবিশ্বাস নিয়েই আমি গান করি।’
কথা রেখেছেন। ক্যারিয়ারের পঞ্চম অ্যালবাম পেরিয়ে এবার নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন। অপেক্ষা মুক্তির। নাম রেখেছেন ‘একলা লাগে খুব’। এটি তার ষষ্ঠ আয়োজন। আটটি গান দিয়ে সাজানো অ্যালবামটি সিডির পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রকাশ পাবে বলে জানান তিনি।
আটটি গানের ছয়টি গান লিখেছেন লুৎফর হাসান নিজেই। দুটি লিখেছেন সাদাত হোসাইন এবং সোমেশ্বর অলি। সবগুলো গানের সঙ্গীতায়োজন করছেন আমজাদ হোসেন। অ্যালবামে দুটি দ্বৈত গান থাকছে। একটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল, আরেকটিতে কলকাতার পৌলমি গাঙ্গুলি।
লুৎফর জানান, পহেলা বৈশাখে জি-সিরিজের ব্যানারে আসছে অ্যালবামটি। সঙ্গে প্রকাশ পেতে পারে গানগুলোর ভিডিও-ও।
/এমএম/