‘জুটোপিয়া’ চুরির অভিযোগ ডিজনির বিরুদ্ধে!

 

জুটোপিয়াপ্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে অস্কারজয়ী অ্যানিমেশন চলচ্চিত্র ‘জুটোপিয়া’-র চিত্রনাট্য চুরি অভিযোগ এনেছেন হলিউডের এক চিত্রনাট্য লেখক ও প্রযোজক।

মঙ্গলবার অনুমতি ছাড়া চিত্রনাট্য ব্যবহারের অভিযোগে ডিজনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গ্যারি গোল্ডম্যান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট কোর্টে মেধাস্বত্ব আইনভঙ্গের অভিযোগে এ মামলা দায়ের করেন তিনি ।

গ্যারি আর্নল্ড শোয়ার্জেনেগেরারের ‘টোটাল রিকল’ ও টম ক্রুজের ‘মাইনরিটি রিপোর্ট’-এর ছবির চিত্রনাট্য লিখেছেন।

গ্যারির অভিযোগ, ২০০০ ও ২০০৯ সালে তার কাজের ধারণা, সেটিং, কাহিনি, চরিত্র ও সংলাপ ব্যবহার করা হয়েছে ‘জুটোপিয়া’-তে।

অবশ্য ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে গ্যারি গোল্ডম্যানের অভিযোগ মিথ্যা দাবি করা হয়েছে।

গত বছর মুক্তির পর ‘জুটোপিয়া’ বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। গত মাসে অ্যানিমেশন বিভাগে অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়।

সূত্র: রয়টার্স

/এএ/এম/