নিলয়ের সঙ্গে সারিকা যখন জয়ী!

নিলয়ের সেলফিতে সারিকাএকজন প্রচণ্ডভাবে বাঙালি ঐতিহ্য ধারণ করেন। নাম সামিয়া। অপরজন একটু অন্যরকম। এগুলোকে একটু বাড়াবাড়ি মনে করেন। তিনি তাহসিন।
এরপর দুজনের পথচলায় একসময় পুরনো ধারণা ভেঙে যায় তাহসিনের। সামিয়ার বিশ্বাসই মেনে নেন ছেলেটি। সামিয়া ও তাহসিন- এগুলো নাটুকে নাম। যাদের ভূমিকা অভিনয় করেছেন সারিকা ও নিলয় আলমগীর। পয়লা বৈশাখে নাটক নিয়ে আসছেন এ জুটি।
মূলত বৈশাখ নিয়ে ‘আবহমান’ নামের এক ঘণ্টার নাটকে তাদের এভাবে পাওয়া যাবে। যেখানে তুলে ধরা হয়েছে বাংলার আবহমান সংস্কৃতি। গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন সাকিব রায়হান এবং পরিচালনায় আছেন মাহমুদ দিদার। নিলয়, সারিকা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম।
নাটকটি সম্পর্কে নিলয় বলেন, ‘এতে বৈশাখের দিন তুলে ধরা হয়েছে। এজন্য গ্রামের মেলাসহ বেশ কিছু আয়োজনও করতে হয়েছে। পুরো বিষয়টি সুন্দর পরিকল্পনায় হচ্ছে।’
তিনি আরও জানালেন, তিন দিনে নাটকটির কাজ অনেকটা শেষ হয়েছে। ২৯ তারিখে আবারও এর দৃশ্যধারণ হবে। এটির কাজ হয়েছে মানিকগঞ্জের সিংগাইরে। ‘আবহমান’ নাটকটি বৈশাখ উপলক্ষে টেলিভিশনে প্রচার হবে।নিলয়-সারিকা
/আইএম/এম/