বিএফডিসিতে হঠাৎ কেক হাজির!

৩ এপ্রিল নায়ক আলমগীরের জন্মদিন। বিএফডিসিতেই তার সহকর্মীরা এভাবেই তাকে শুভেচ্ছা জানান৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। পঞ্চমবারের মতো বিএফডিসিতে এ দিনটি বেশ জাঁকালোভাবে পালন করা হয়। আর এদিনই চিত্রনায়ক-নির্মাতা আলমগীরের জন্মদিন।
দিনভর নানা আয়োজনে ব্যস্ত থাকলেও কয়েকজন ভুলেননি প্রিয় সহকর্মী, অগ্রজ আলমগীরের কথা। তাই বিএফডিসেতে চলচ্চিত্র দিবসের নানা আয়োজনের মধ্যেই হঠাৎ চলে আসে কেক। আলমগীরও সহকর্মীদের সঙ্গে দিনটি আরও স্মরণীয় করে রাখতে ভুলেননি। এ সময় উপস্থিত ছিলেন মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস, মুক্তি, জায়েদ খান। হঠাৎ আয়োজন করা এ পর্বটি সুন্দরভাবে সমন্বয় করেন অমিত হাসান।লালগালিচায় এস এ হক অলীক, সায়মন, নিরব ও অরুণা বিশ্বাস
এদিকে দিনব্যাপী আয়োজনে পালিত হয়েছে চলচ্চিত্র দিবসটি। বিএফডিসেতে সকালে উদ্বোধনের পর, আয়োজিত লালগালিচায় হেঁটে এসে অনেক তারকাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এদের মধ্যে ছিলেন নায়ক রাজ্জাজ, সৈয়দ হাসান ইমাম, নূতন, ওমরা সানী, শিমলা, মিষ্টি জান্নাত, আইরিন, জায়েদ খান, অমিত হাসানসহ অনেকে।রাজধানীর সাতরাস্তা এলাকা অতিক্রম করছে চলচ্চিত্র দিবসের শোভাযাত্রাটি

বিকালে সেমিনার আর সন্ধ্যার পরপরই ছিল আয়োজনের মূল আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে মঞ্চ মাতিয়েছেন চলচ্চিত্রের প্রিয়মুখগুলো।লালগালিচার মঞ্চে কথা বলছেন সৈয়দ হাসান ইমাম। সঙ্গে নায়ক রাজ্জাক, অমিত হাসান, ওমর সানী, শিমলাসহ অনেকে
পরিবেশনায় অংশ নেন অমিত হাসান, মৌসুমী, বিপাশা কবীর, কাজী মারুফ, পরীমনি, নিরব, আইরিন, মিষ্টি জান্নাতসহ অনেকে। এর ফাঁকে ফাঁকে হয়েছে গানের আয়োজন।আয়োজন করা হয়েছিল বিশেষ সেমিনারের

শাকিব খান অভিনীত নতুন ছবি ‘রাজনীতি’। বেশ আয়োজন করে এটির পোস্টার উন্মোচন করা হয়।
আয়োজনের ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন
/এম/