বর্ণাঢ্য আয়োজনে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ

হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বন্যা (পুরনো ছবি)এবারও বর্ণাঢ্য আয়োজনে বিদায় দেওয়া হবে পুরনো বছর ও বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বর্ষ।
চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন করেছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পয়লা বৈশাখের এ অনুষ্ঠানে এবারও দেশ-বিদেশের হাজারো কণ্ঠশিল্পী অংশ নেবেন। একই স্থানে আজ বিকালে থাকছে চৈত্রসংক্রান্তি উৎসব ১৪২৩ নিয়ে ‘বর্ষবিদায়’-এর অনুষ্ঠান।
পুরো আয়োজনটি পরিচালনা করবেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
তিনি বলেন, ‌‘‘প্রতিবারই আমরা চৈত্রসংক্রান্তির আয়োজন একটি থিমে করার চেষ্টা করি। এবারও তাই থাকছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। বিভিন্ন সময় বাংলাদেশে এসে রবীন্দ্রনাথ যা কিছু সৃষ্টি করেছেন, সেগুলো নিয়ে আয়োজন থাকছে।’'

চৈত্রসংক্রান্তির পর শুক্রবারের সূর্যোদয় থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত একটানা চলবে বর্ষবরণের আয়োজন। রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারা দেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে গান, নাচসহ নানা পরিবেশনা এতে থাকবে। পঞ্চকবি ও আধুনিক গানের বরেণ্য শিল্পীরা ছাড়াও এতে থাকবে ব্যান্ডের পরিবেশনা।

/এম/