ব্যান্ড সদস্যরাই যখন নির্মাতা!

ব্যান্ড সদস্যরা মিলেই তৈরি করেছেন এই মিউজিক ভিডিওটি। তবে সেজন্য পোড়াতে হয়েছে বেশ কাঠখড়...

গানে আজকাল ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। সেই ভাবনা থেকে ব্যান্ড ‘পার্থিব’ আঁটলো নতুন পরিকল্পনা। যেহেতু ব্যান্ড, তাই নিজেরাই নিজেদের কাজটা করতে চাইলেন।
নিজেদের মতো করে গানের ভিডিও বানানোর উদ্যোগ নিলেন তারা। ব্যান্ডের প্রধান গায়ক ও লিড গিটারিস্ট রুমন জানান, তাদের শেষ অ্যালবাম ‘স্বাগত বাংলাদেশে’ থেকে ‘বৈশাখ’ গানটিকে বাছাই করলেন ভিডিওর জন্য। যেমন ভাবনা, তেমন কাজ। ব্যান্ড সদস্যরা মিলে তৈরি করলেন একটি চিত্রনাট্য। জোগাড় করলেন লাইট-ক্যামেরা। দিনভর চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে শুটিং আর রাতে সম্পাদনার কাজ। অতঃপর ১৩ এপ্রিল নিজেদের বানানো প্রথম ভিডিওটি প্রকাশ পেল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।
রুমন বললেন, ‘এটা আমাদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। সবাই এমন কাজ প্রথম করলাম। বলা যায়, জেদ করেই করা। এই জেদ কেন- সেই প্রশ্নের জবাব এখন নাইবা দিলাম। তবে কথা দিচ্ছি, এই তো শুরু। আমাদের তৈরি আরও ভিডিও আসছে।’
যুগ পেরুনো পার্থিবের অন্য সদস্যরা হলেন- কিবোর্ড ও কণ্ঠ- রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়- কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনস- শুভ এবং অতিথি গিটারিস্ট হিসেবে আছেন সেলিম হায়দার।পার্থিব ব্যান্ডের সদস্যরা
/এমআই/এম/