নির্বাচনে কে কার প্রতিদ্বন্দ্বী?

তিন সভাপতি- সানী, ড্যানি ও মিশা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৫ মে। কিন্তু বেশ আগেই যেন জমে উঠেছে বিএফডিসি প্রাঙ্গণ। মনোনয়ন জমা ও প্রার্থীদের জনসংযোগে বুঁদ হয়ে আছে চলিচ্চত্রের এই প্রাণকেন্দ্র। আর সবই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে।

এবার তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো- ওমর সানী-অমিত হাসান, মিশা-জায়েদ ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর।
কমিশন সূত্রে জানা যায়, ২১টি পদের জন্য তিনটি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে।
ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেলটি একেবারে শেষ মুর্হূতে এসে গঠন করা হয়। আর বাকি দুটি প্যানেলে আগে থেকেই জনসংযোগ চলছিল।
এদিকে সানির প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়ক ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ দিকে এসে তিনি নিজেকে সরিয়ে নেন। প্রথমে নির্বাচনে থাকতে না চাইলেও পরে একই প্যানেলে যোগ দেন অমিত হাসান। তারপর গঠন হয় ওমর সানী-মিশা সওদাগর প্যানেল।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬২৪। নির্বাচনে জয়ীরা আগামী ২ বছর অর্থাৎ ২০১৭-১৮ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করবেন।

/এমআই/এম/