১৬ বছরের নীরবতা ঘোচালেন আমির

পুরস্কার নিচ্ছেন আমিরবলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান ‘নীরব’ নিয়ম ভেঙে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছেন। সোমবার ‘মাস্টার দিনানাথ মঙ্গেশকর’ পুরস্কার বিতরণীতে হাজির হয়েছিলেন এই বলিউড তারকা। যা গত ১৬ বছরে আর ঘটেনি।
এর আগে ২০০০ সালে একবার অস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেবছর ‘লগান’ ছবিটি সে আসরে মনোনীত হয়েছিল।
তবে ফিল্মফেয়ারের ১৯৯৬ সালের আয়োজনের পর থেকে আমির মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়ে চলেন। সে বছর ‘রঙিলা’র ছবিতে আমির সেরা অভিনেতার জন্য মনোনীত হন। কিন্তু পরস্কারটি তিনি পাননি। এরপর থেকে এ ধরনের অনুষ্ঠানের প্রতি আমির আগ্রহ দেখাননি।  
এদিকে, দিনানাথ মঙ্গেশকর পুরস্কার অনুষ্ঠানে ‘দঙ্গল’ ছবির জন্য সম্মানিত করা হয় আমিরকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের আমন্ত্রণেই এই অনুষ্ঠানে উপস্থিত হন আমির। মূলত লতার বাবা দিনানাথ মঙ্গেশকর।
অনুষ্ঠানে আমির বলেন, ‘‘আমার জন্য এটা বিশেষ সম্মানের। ‘দঙ্গলের’-এর পুরো দলের কৃতিত্ব এটা।  আমি লতা মঙ্গেশকর ও দিনানাথ মঙ্গেশকর ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ।’’
আরএসএস প্রধান মোহন ভাগওয়াতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আমির।পাশাপাশি আমির খান, লতা মঙ্গেশকর ও মোহন ভগবত
সূত্র: ডিএনএ
/এমএইচ/এম/