প্রসেনজিৎ নয়, নায়ক আলমগীর

 

আলমগীর ও প্রসেনজিৎ
দীর্ঘদিন পর আবারও ছবি পরিচালনায় এসেছেন চিত্রনায়ক আলমগীর। কথা ছিল, ‘একটি সিনেমার গল্প’ নামের এ ছবির ধরন হবে- যৌথ প্রযোজনা। তাই এতে সম্মিলন ছিল দুই বাংলার তারকাদের।
ছিলেন বাংলাদেশের আরিফিন শুভ, পূর্ণিমা ও কলকাতার প্রসেনজিৎ। তবে আপাতত এই ‘লাইনআপ’ থাকছে না। কারণ যৌথ প্রযোজনায় আগ্রহ পাচ্ছেন না নির্মাতা-নায়ক আলমগীর। ফলে বাদ পড়েছেন প্রসেনজিৎ। এখন প্রসেনজিতের চরিত্রটিতে অভিনয় করবেন আলমগীর নিজেই। 
এ চিত্রনায়ক জানালেন, সবমিলিয়ে ‘একটি সিনেমার গল্প’ দেশীয় ছবি হিসেবেই যাত্রা শুরু করতে যাচ্ছে।

এ বিষয়ে আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কথা ছিল যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করব, কিন্তু তাদের (কলকাতার প্রযোজক) সঙ্গে বনিবনা না হওয়ায় এখন নিজেই প্রযোজনা করছি।’

জাজ মাল্টিমিডিয়ার তত্ত্ববধানে ‘একটি সিনেমার গল্প’ প্রযোজনা করার কথা ছিল আলমগীরের প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজের।
আর প্রসেনজিতের বিপরীতে অভিনয় করার কথা ছিল পূর্ণিমার। এদিকে আলমগীরের বিপরীতে পূর্ণিমা বেমানান! তাই ছবিতে পূর্ণিমাকেও দেখা যাবে না। তবে এখনও বাকি চরিত্রগুলো ঠিক করা হয়নি।
উল্লেখ্য, আলমগীর এর আগে ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আর্শীবাদ’ ছবি পরিচালনা করেছেন। দীর্ঘদিন তিনি ছবি প্রযোজনা ও পরিচালনা থেকে দূরে ছিলেন।  ‘একটি সিনেমার গল্প’-এর মাধ্যমে আবারও এই ভূমিকায় ফিরছেন তিনি।

/এসএস/এম/