কালারস বাংলার ধারাবাহিকে সিঁথি সাহা!

সিঁথি সাহাসিঁথি সাহার নতুন গান ‘আমি তোমাকে চাই’। যেখানে কাজ করেছেন ভারতের দু’জন খ্যাতনামা মানুষ। কলকাতার কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের কথায় এর সুর-সংগীত বুনেছেন সেখানকারই ইন্দ্রদীপ দাশগুপ্ত।
গানটির জমকালো প্রকাশনা উৎসব হয়ে গেল ২ মে রাতে।
এদিকে নতুন খবর হলো, একই সুরকার-সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরে কলকাতার একটি মেগা ধারাবাহিকের সূচনা সংগীতে গাইলেন ঢাকার সিঁথি সাহা।
গত সপ্তাহে কালারস বাংলা টিভির ঐ সিরিজ নাটকের জন্য গানটিতে কণ্ঠ দেন তিনি। মেগা ধারাবাহিকটির নাম ‘শ্রী চৈতন্য’।
সিঁথি বললেন,  ‘‘কলকাতার ছবি ‘বোঝে না সে বোঝে না’-এর গানগুলো শোনার পর থেকেই আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর ভীষণ ভক্ত। আমি কলকাতার ‘সারেগামাপা’ সংগীত অনুষ্ঠানের প্রতিযোগীও ছিলাম। তখন থেকেই তার সঙ্গে যোগাযোগ। এর ফলে আমার নতুন গান ও টিভি সিরিজের কাজটি করলাম।’’
প্রসঙ্গত, সিঁথি সাহা সাংসারিক কারণে গেল ক’বছর ধরের নিউজিল্যান্ডেই থাকেন। আর বছরে দু’একবার বেশ কিছু গানের খবর নিয়ে উড়ে আসেন ঢাকায়।
/এম/এমএম/