দীপিকার ‘বাংলাদেশি’ বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

দীপিকার ‘বাংলাদেশি’ বিজ্ঞাপন নিয়ে বির্তকভারতের বেঙ্গালুরের মেয়ে দীপিকা পাড়ুকোন। তামিল, মুম্বাই ঘুরে দীপিকা এখন প্রায় থিতু হয়েছেন হলিউডে।

২০১৫ সালে ঢাকায় এসেছিলেন এই তারকা। উদ্দেশ্য ছিল, লাক্সের শুভেচ্ছাদূত হিসেবে প্রচারণায় অংশ নেওয়া।
এবার একই পণ্যের জন্য শুধু বাংলাদেশের জন্য নির্মিত একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই তারকা। হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য জ্যান্ডার কেইজ’-এ কাজ করার পর এটিই তার প্রথম বিজ্ঞাপনে অংশ নেওয়া। যেখানে দেখানো হয়েছে নিউইয়র্ক শহর, চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ও একটি বিলবোর্ড। আর এতেই মজার বিতর্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপনচিত্রে দীপিকাকে বাংলা সংলাপে বলেন, ‌‘সবার কাছে আমি একজন গ্ল্যামারাস তারকা। কিন্তু দিন শেষে আমি তো একজন সাধারণ নারী। এমনকি নিজের প্রথম হলিউড ছবিতেও ধরে রেখেছি নিজের ঐতিহ্য।’
ঠিক এ জায়গাটাতে বিতর্কটা উসকে দিয়েছে। কারণ বিজ্ঞাপনের দৃশ্যে দেখানো হয় টাওয়ারে ঝোলানো হলিউড ছবির একটি বিলবোর্ড। যার পোস্টারে আছেন দীপিকা। কিন্তু ছবিটির নাম ভিন্ন! এটি দীপিকার ছবি ‘ট্রিপল এক্স: দ্য জ্যান্ডার কেইজ’ নয়, লেখা আছে ‘নিউইয়র্ক  লাভ’।

অনেকেই বলছেন এটি বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠানের বড় ভুল। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি এর সংশ্লিষ্টরা।
এদিকে বিজ্ঞাপনটি দেখে অনেকে প্রশ্নও তুলেছেন, দীপিকা নিজের ঐতিহ্যর কথা বললেও একবারও এতে ভারতের কোনও কিছু তুলে ধরা হয়নি! আর এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্মিত হওয়ার কথা বলা হলেও, বাংলায় ডাবিং করা ছাড়া বাংলাদেশের কিছুই খুঁজে পাওয়া যায়নি এতে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া ডট কম
/এম/এমএম/