নাচ-গান আর চুমু দিয়ে শুরু ‘কান’

স্প্যানিশ নৃত্যশিল্পী ব্ল্যাঙ্কা লিঘড়ির কাঁটা পেরিয়ে গেছে রাত পৌনে ৮টার ঘর। বাইরে তখনও সূর্যের কড়া আলো। পালে দো ফেস্টিভাল ভবনের বিশাল প্রেক্ষাগৃহ গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের আলো যেন ছাপিয়ে গেছে তা। তখনই এবারের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ইরানি নির্মাতা আসগর ফারহাদি ও হলিউড অভিনেতা জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ।

বুধবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ৭০তম মাইলফলক উদযাপন করতে শুরুটা হয় নাচ-গান দিয়ে। অফিসিয়াল পোস্টারের সঙ্গে মিল রেখে স্প্যানিশ নৃত্যশিল্পী ব্ল্যাঙ্কা লি পরেছিলেন গাঢ় লাল মেঝেছোঁয়া গাউন। গান গেয়েছেন বেঞ্জামিন বায়োলে ও লুয়ান এমেরা।


গান গাইছেন বেঞ্জামিন বায়োলে ও লুয়ান এমেরা

এরপর মঞ্চে আসেন উদ্বোধনী অনুষ্ঠানের ‘মিস্ট্রেস অব সিরিমনিস’ মনিকা বেলুচ্চি। কানের মাহাত্ম্য তুলে ধরে কিছু কথা বলেন ইতালিয়ান এই অভিনেত্রী। তারপর পর্দায় দেখানো হয় প্রতিযোগিতা বিভাগের সভাপতি পেদ্রো আলমোদোভারের বিভিন্ন ছবির নির্বাচিত অংশবিশেষ। স্প্যানিশ এই নির্মাতাকে মঞ্চে ডাকতেই আমন্ত্রিত সব অতিথি দাঁড়িয়ে অভিবাদন জানান।

নিজের অনুভূতি জানিয়ে অন্য আট বিচারককে মঞ্চে ডাকেন পেদ্রো। একে একে আসেন জেসিকা চ্যাস্টেইন, গ্যাব্রিয়েল জারেদ, ফ্যান বিংবিং, পাওলো সরেন্তিনো, মারেন আদে, পার্ক চ্যান-উক, আনিয়েস জাউই এবং উইল স্মিথ। তাদের নিয়ে দলীয়ভাবে ক্যামেরাবন্দি হন পেদ্রো। তারা আসন গ্রহণের পর প্রতিযোগিতা বিভাগের ১৯টি ছবির অংশবিশেষ দেখানো হয় পর্দায়।ফরাসি কমেডিয়ান অ্যালেক্স লুৎজকে মনিকা বেলুচ্চির চুমু
এরপর হুট করে মঞ্চে এসে মনিকার হাতে উৎসবের লোগো সংবলিত একটি খাম দেন মনিকা বেলুচ্চি । সেটি দেখে ছুঁড়ে ফেলে দেন বেলুচ্চি। এরপর সম্মিলিত কণ্ঠে গানের তালে ওই তারকাকে নিয়ে নেচেছেন তিনি। সবশেষে দু'জনে চুমু দিয়ে চমকে দেন সবাইকে। এ অংশের মতো গোটা অনুষ্ঠানেই কিছুক্ষণ পরপর করতালি দিয়ে তারকাদের অভিনন্দন জানিয়েছেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে যেন নেমেছিল তারকাদের ঢেউ! সামনের সারিতে বসা বিশ্বের বেশিরভাগ তারকার উপস্থিতি কানে ছড়িয়েছে জৌলুস। ১২ দিন ধরেই অবশ্য দেখা যাবে এই দ্যুতি।
লিলি রোজ ডেপ ও আসগর ফারহাদি/জেএইচ/এমএম/