ফিপরেস্কি পুরস্কার পেলো ‘১২০ বিটস পার মিনিট’


কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারে প্রতিযোগিতা বিভাগ থেকে সেরা হলো মরক্কোতে জন্ম নেওয়া ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলোর ‘১২০ বিটস পার মিনিট’।

১২০ বিটস পার মিনিটফিপরেস্কি জেতায় স্বর্ণপাম জয়ের দৌড়ে একধাপ এগিয়ে গেলো ছবিটি। এতে তুলে ধরা হয়েছে নব্বইয়ের দশকে ফ্রান্সে সমকামিতার প্রভাবে এইডস ছড়িয়ে পড়ার দিকটি। গল্পটা এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা একদল তরুণ-তরুণীকে ঘিরে।

কে জানে, রবিবার (২৮ মে) হয়তো রবিনের হাতে উঠতে যাচ্ছে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র! তবে ফিপরেস্কি পাওয়ায় সমাপনী মঞ্চে তিনি যে অন্তত একটি হলেও পুরস্কার পাবেন তা মোটামুটি নিশ্চিত।
ক্লোজনেসএদিকে আনসার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত ছবির মধ্যে রাশিয়ার কান্তেমির বালাগভের ‘ক্লোজনেস’ এবং ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত ছবিগুলোর মধ্যে পেদ্রো পিনহো পরিচালিত ‘দ্য নাথিং ফ্যাক্টরি’ও পেয়েছে ফিপরেস্কি পুরস্কার।
অনুষ্ঠানে ইকুমেনিকাল জুরি পুরস্কার পেয়েছে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত জাপানের নারী নির্মাতা নাওমি কাওয়াসের ‘হিকারি’। এর কাহিনিতে দেখা যায়, দৃষ্টিহীন তরুণীর সঙ্গে বয়সে বড় এক আলোকচিত্রীর সম্পর্ক। এই মানুষটিও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন।
দ্য নাথিং ফ্যাক্টরিশনিবার (২৭ মে) বিকাল ৪টায় কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের সালো দো আম্বাসাদরে প্রদান করা হয় ফিপরেস্কি পুরস্কার। এখানে ফিপরেস্কি ও ইকুমেনিকাল জুরি পুরস্কার নির্বাচনে কাজ করা বিচারকরা ছাড়াও ছিলেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।
হিকারি/জেএইচ/এমএম/