নিলয় শিক্ষক প্রভা ছাত্রী, তারপর...

নাটকের দৃশ্যে প্রভা ও নিলয়কলেজের আর দশজন শিক্ষকের মতোই নিলয় সহজ-সরল জীবন যাপন করেন। তবে পার্থক্যও আছে। অন্যদের চেয়ে প্রতিভাবান ও সুদর্শনও সে।

অন্যদিকে এলাকার নেতার বোন প্রভা। এরমধ্যে  আছে নেতার আগমনও। নিলয়কে নেতা বলেন, তার বোনকে বাসায় এতে পড়াতে হবে! তবে সেটি শুরু আর হতে পারেনি। কারণ হঠাৎ বেঁকে বসেন নেতা। বোনকে বিয়ে দিতে চান তিনি।
কিন্তু ততদিনে জল অনেকদূর। এরপর কী করবেন নিলয়?
এমন গল্পে ঈদের নাটক নির্মাণ করছেন গোলাম সোহরাব দোদুল। আর নিলয় ও প্রভা ছাড়াও এতে আছেন শতাব্দী ওয়াদুদ। তিনি নেতার চরিত্রে অভিনয় করছেন।
নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘এর নাম এখনও ঠিক করতে পারেননি পরিচালক। মজার ঘটনা যেমন আছে তেমনি একটু থ্রিলার ভাবও আছে।’
এদিকে নির্মাতা সূত্রে জানা যায়, এটি ঈদের বিশেষ অনুষ্ঠান সূচিতে থাকছে। প্রচার হবে দেশ টিভিতে।
/এম/এমএম/