কান ক্রিটিকস উইকে সেরা কয়লা শ্রমিকের ছবি

মাকালা’র একটি দৃশ্যপ্রতিযোগিতা বিভাগ আর আনসার্তেন রিগার্দ ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে থাকে আরও তিনটি প্রতিযোগিতা বিভাগ। এর মধ্যে উৎসবের ৭০তম আসরে কান ক্রিটিকস উইক বিভাগে সেরা ছবি হয়েছে প্রামাণ্যচিত্র ‘মাকালা’। এটি জিতেছে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ।

চলচ্চিত্র সমালোচকদের চোখে সেরা ছবি ‘মাকালা’ হলো ইমানুয়েল গ্রা নির্মিত দ্বিতীয় প্রামাণ্যচিত্র। এর প্রধান চরিত্র কঙ্গোর পারিবারিক মানুষ কাবউইতা কাসঙ্গো। কয়লা উৎপাদনে কাজ করে জীবিকা নির্বাহ করে সে।
কান ক্রিটিকস উইকে এবার ভিশনারি প্রাইজ ও গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পেয়েছে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘গ্যাব্রিয়েল অ্যান্ড দ্য মাউন্টেন’। কলেজে ভর্তির আগে এক বছরে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে কেনিয়ায় গিয়ে মাউন্ট মুলানজের চূড়ায় ওঠে গ্যাব্রিয়েল নামের এক তরুণ।
এ বছর কান ক্রিটিকস উইকে বিচারকদের সভাপতি ছিলেন ব্রাজিলিয়ান নির্মাতা ক্লেবার মেনডোঙ্কা ফিলো।
/জেএইচ/এমএম/