৭০তম কান উৎসবের পুরস্কার তালিকা

18762295_10154654395331847_391676738_nসিনেমার বৈশ্বিক আসর কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের পর্দা নামলো। ১৭ মে শুরু হয়ে রবিবার (২৮ মে) শেষ হয় ১২ দিনের এই মহাযজ্ঞ। গত তিন দিন উৎসবের বিভিন্ন বিভাগের পুরস্কার বিতরণী হয়েছে। একনজরে এবারের আসরের পুরো বিজয়ী তালিকা।

প্রতিযোগিতা বিভাগ

পাম দ’র: দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)


গ্র্যাঁ প্রিঁ: ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
সেরা পরিচালক: সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড, যুক্তরাষ্ট্র)
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন) এবং ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার, গ্রিস)
সেরা অভিনেত্রী: ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা অভিনেতা: জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, যুক্তরাষ্ট্র)
জুরি প্রাইজ: লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান (অস্ট্রেলিয়া)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): দ্য সিলিং (টেপ্পো আইরাকসিনেন)

আনসার্তেন রিগার্দ বিভাগ
সেরা চলচ্চিত্র: অ্যা ম্যান অব ইন্টেগ্রিটি (মোহাম্মদ রাজুলফ, ইরান)
সেরা জুরি প্রাইজ: এপ্রিল’স ডটার (মিশেল ফ্রাঙ্কো, মেক্সিকো)
সেরা পরিচালক: টেলর শেরিড্যান (উইন্ড রিভার, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনয়: জেসমিন ট্রিঙ্কা (ফরচুনাটা, ইতালি)
নান্দনিক চলচ্চিত্র: বারবারা (ম্যাথু আমারিক, ফ্রান্স)
ক্যামেরা দ’র: লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)

সিনেফন্ডেশন
প্রথম পুরস্কার: পল ইজ হিয়ার (ভ্যালেন্টিনা মরেল, বেলজিয়াম)
দ্বিতীয় পুরস্কার: অ্যানিমেল (বাহমান ও বাহরাম আর্ক, ইরান)
তৃতীয় পুরস্কার: টু ইয়ুথস ডাইড (টমাসো উসবের্তি, ফ্রান্স)

ফিপরেস্কি প্রাইজ
প্রতিযোগিতা বিভাগ: ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
আনসার্তেন রিগার্দ বিভাগ: ক্লোজনেস (কান্তেমির বালাগভ, রাশিয়া)
প্যারালাল সেকশন (ডিরেক্টরস ফোর্টনাইট): দ্য নাথিং ফ্যাক্টরি (পেদ্রো পিনো, পর্তুগাল)
ইকুমেনিকাল জুরি: হিকারি (নাওমি কাওয়াসে, জাপান)

কান ক্রিটিকস উইক
নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ: মাকালা (ইমানুয়েল গ্রাঁ)
ভিশনারি অ্যাওয়ার্ড: গ্যাব্রিয়েল অ্যান্ড দ্য মাউন্টেন (ফেলিপ্পে গামারানো বারবোসা)

বিশেষ পুরস্কার
সম্মানসূচক পাম দ’র: জেফ্রি ক্যাতজেনবার্গ
কোচ দ’র: ওয়ার্নার হারজগ
পাম ডগ অ্যাওয়ার্ড: আইনস্টাইন (দ্য মেয়ারোউইৎজ স্টোরিস)

/জেএইচ/এমএম/