ছিঁচকে চোর আর ব্ল্যাকবেল্টজয়ীর গল্প

একটি দৃশ্যে মৌসুমী হামিদমার্শাল আর্টে ব্ল্যাকবেল্টজয়ী তরুণী প্রেথা। কোনও এক রাতে স্নান শেষ করে নিজের ঘরে পোশাক বদলাবার সময় হঠাৎ আবিষ্কার করেন তার ঘরের দরজার আড়ালে হাত দিয়ে চোখ ঢেকে ঘাপটি মেরে বসে আছেন কেউ একজন।
যার সর্বাঙ্গে কালি আর তেল মাখানো। তার মানে চোর!

একজন মার্শাল আর্ট জানা মানুষ হিসাবে প্রেথা তার স্বাভাবিক নিয়মেই চোরকে মারতে যান। অন্যদিকে চোর নিজের জীবন বাঁচাতে খুলনার ভাষায় বলে ওঠেন, ‘বিশ্বেস করেন আপা আমি কিচ্ছু দেহিনি, আমি সামান্য ছিঁচকে চোর। আপনি কুংফু ক্যারাতে জানেন জানলি আমি জীবনেও আপনার ঘরে ঢুকতাম না!’
এমন কথা দিয়ে শুরু একজন চোর আর ব্ল্যাকবেল্টজয়ীর অদ্ভুত পরিচয়। এক পর্যায়ে চোর প্রেথার একটা ছবি আঁকতে চায়, যেই ছবির মাঝেই লুকিয়ে আছে অনেক কিছু!
আর এমন ভিন্ন ধাঁচের গল্পটি সাজিয়েছেন ছোট পর্দার অন্যতম নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘মধ্যরাতের তস্কর’।
নিলয়কে তেল-কালি মাখানো হচ্ছেএতে চোর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আর প্রেথা চরিত্রে মৌসুমী হামিদ।
অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে কাজটি করে। চোর সাজতে গিয়ে পুরো শরীরের কালি আর তেল মাখতে হয়েছে আমার। নিজেকেই চিনতে পারছিলাম না। গল্পটি একেবারেই নতুন কিছু। যেমন গল্প আমাদের নাটকে খুব বেশি বলা হয় না।’
এদিকে নির্মাতা জানান, তার নির্মাণ প্রতিষ্ঠান রেড অক্টোবরের নিজস্ব সেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে গেল তিন দিন (১৮-২০ জুন)।  
‘মধ্যরাতের তস্কর’ প্রচার হচ্ছে দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালায়। শুটিং শেষে স্বস্তির হাসি- উজ্জ্বল, নিলয় ও মৌসুমী/এস/এমএম/