‘অবশেষে’ তৌসিফের ঘরে ফেরা

তৌসিফবেশ লম্বা একটা সময় ধরে তার নতুন কোনও অ্যালবামের খোঁজ নেই। বেরিয়ে পড়েছিলেন গান ক্যারিয়ারের জন্মঘর জি-সিরিজ/অগ্নিবীণা থেকেও। অবশেষে পুরনো ঘরে ফিরলেন ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও আছি বসে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের সংগীতশিল্পী তৌসিফ।

দীর্ঘ ৬ বছর পর অগ্নিবীণা থেকে প্রকাশ হয়েছে তৌসিফের একক অ্যালবাম ‘অবশেষে’। অ্যালবামের সব গান লিখেছেন সাংবাদিক মাহতাব হোসেন। অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজন করেছেন তৌসিফ নিজেই। এটা তার ক্যারিয়ারের দ্বাদশ অ্যালবাম।
‘অবশেষে’ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমাকে ভক্ত-শ্রোতারা অনেকদিন পায়নি, যেমনটা চেয়েছিল তাদের কাঙ্ক্ষিত তৌসিফকে। মাঝখানে নানা ঝামেলায় ছিলাম। আর আমার সুরের সঙ্গে কথাও মেলাতে পারছিলাম না। দীর্ঘ ৬ বছর হয়তো আমার প্রিয় শ্রোতাদের অপেক্ষার অবসান হলো। মাহতাব হোসেনের কথা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।’
তৌসিফ জানান, ২০ জুন জিপি মিউজিক, রবি ইয়ন্ডার ও ইউটিউবে ‘অবশেষে’ মুক্তি দেওয়া হয়েছে।
পাঁচ গানের এই অ্যালবামটি শুনতে পারবেন নিচের লিংকে:


/এমএম/