দুই বোন, সঙ্গে অপূর্ব

নাটকের দৃশ্যে অপূর্ব ও শিমুলারা ও তুলতুল দুই বোন। তুলতুল ভালোবাসে রোহানকে। একদিন রোহান তুলতুলকে বাড়ির গেইটে পৌঁছে দিতে আসে যা দূর থেকে দেখে ফেলে লারা। ছেলেটির সঙ্গে কী  সম্পর্ক জানতে চায় তুলতুলের কাছে।

তুলতুল সাফ জানিয়ে দেয় ছেলেটিকে সে ভালবাসে এবং বিয়ে করতে চায়।

লারা তার কথা শুনে খুব  অবাক হয় ও রোহানকে তার সঙ্গে দেখা করতে বলে। পরের দিন সামনে দেখা হলে রোহানকে দেখে চমকে ওঠে লারা। ঠিক রোহানের মতো একজনকে সে ভালোবাসতো। যদিও সে বেঁচে নেই। তাহলে কী করে একই রকম একজন মানুষ  তার সামনে দাঁড়িয়ে আছে?
এমন প্রশ্নের উত্তর মিলবে আহসান হাবিব সকালের রচনায় দীপু হাজরার পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘আহত গন্তব্য’তে। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও সামিয়া সাঈদ এবং রোহান চরিত্রে অপূর্ব।
নাটকটি আজ (২৯ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
/এমএম/